মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জম্মু-কাশ্মীর : তিন সপ্তাহে ভারতীয় ১২ সেনার মৃত্যু

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ল্যান্ড মাইন বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। এদের মধ্য একজন সেনা কর্মকর্তা।

নিহতরা হলেন- লেফটেন্যান্ট ঋষি কুমার এবং সিপাহি মনজিৎ সিং। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) চিকিৎসাধীন আছেন।এনডিটিভি জানিয়েছে, শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ওই সেনা জওয়ানরা রাজৌরি জেলার নৌশেরা সেক্টরের কালাল এলাকায় টহল দেওয়ার সময় শক্তিশালী ল্যান্ড মাইন বিস্ফোরণের কবলে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। নিহত ঋষি কুমারের বাড়ি বিহারের বেগুসরাইতে। মনজিৎ সিংয়ের বাড়ি পাঞ্জাবের ভাতিন্ডাতে।

প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, ‘জাতি এবং ভারতীয় সেনাবাহিনী চিরকাল তাদের সর্বোচ্চ আত্মত্যাগের জন্য ঋণী থাকবে।’অন্যদিকে, পুঞ্চ এলাকায় গত ১১ অক্টোবর থেকে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। তিন সপ্তাহ ধরে চলা সংঘর্ষে অন্তত দুই অফিসারসহ অন্তত নয় জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ১১ অক্টোবর প্রথম দিনের সংঘর্ষে এক কর্মকর্তাসহ পাঁচ সেনা জওয়ান নিহত হন, ১৪ অক্টোবর আরও দুই সেনা জওয়ানের মৃত্যু হয়। গত ১৬ অক্টোবর সংশ্লিষ্ট এলাকা থেকে এক কর্মকর্তাসহ দু’জন সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার হয়।

এছাড়া ২০ অক্টোবর শোপিয়ানে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে আরও এক সেনা জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যায়। এবার ল্যান্ড মাইন বিস্ফোরণে ফের কর্মকর্তাসহ ‍দুই সেনা জওয়ানের মৃত্যু হলো।

এর ফলে জম্মু-কাশ্মীরে বিভিন্ন ঘটনায় গত তিন সপ্তাহের মধ্যে ১২ জওয়ানের মৃত্যু হল

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ