বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জবাব দিলেন সাকিব

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে চেনা ফর্মে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ ম্যাচে ছিলেন অনুপস্থিত।

এরইমধ্যে ৯ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত স্ট্যাটাস দেন তিনি। শুরু হয় তোলপাড়। সৃষ্টি হয় রহস্যের। অপর এক পোস্টে সেই রহস্যের কারণ জানালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

কেটস জুতা পরে টাইলসের ফ্লোরে দাঁড়িয়ে দুই পায়ের ছবি আপলোড করে নেটিজেনদের প্রশ্ন ছুড়েছিলেন, জুতা জোড়া সুন্দর নাকি ফ্লোর (টাইলস)?

এরপর ছবিটি নিয়ে শোরগোল বাঁধে। একের পর এক কমেন্ট জমা পড়ে ছবির কমেন্টবক্সে।

তবুও ছবিটি নিয়ে রহস্যের সীমা ছিল না। সাকিব কেন সিরিজ চলাকালীন এমন ক্রিকেট প্রসঙ্গ বহির্ভূত পোস্ট দিলেন আর ভক্ত-অনুরাগীদের তার জুতা সুন্দর কি না প্রশ্ন জিজ্ঞেস করলেন!

ভক্ত-অনুরাগীদের অবশ্য সেই রহস্যের ধুম্রজালে দুদিনের বেশি আটকে রাখেননি সাকিব। এবার সাকিব নিজেই জানালেন, কোনটি বেশি সুন্দর।

শনিবার ফের এক ফেসবুক পোস্টে সেই ফ্লোরের ছবি পোস্ট করেন সাকিব। এবার আর ছবিতে জুতা জোড়া দেখা যাচ্ছে না।

ক্যাপশনে সাকিব লিখেছেন, আমার কাছে টাইলসটাই সুন্দর লাগছে!

পোস্টের এক ঘণ্টা পার হওয়ার আগেই ৬৫ হাজার রিয়েক্ট, ৯ হাজারের বেশি কমেন্ট জমা পড়ে গেছে। কমেন্টবক্সে অনেকেই মজার মজার কথা লিখছেন।

এস এম আকবর লিখেছেন, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য বলব টাইলসই সুন্দর।? তবে সত্যি কথা বলতে আপনার জুতাটাই বেশি সুন্দর ছিল, আমি আবার মিথ্যা বলতে পারি না!

সিয়াম ইব্রাহীম লিখেছেন, সাকিব ভাই আমার কাছে জুতাগুলো ভালো লাগছে। আপনার থেকে ভালো লাগে না কেন জানতে পারি?

মজা করে একজন লিখেছেন, এই পিচের বল ভালোই টার্ন করবে ভাই। একদম অলআউট সব ব্যবসায়ী।

মারিয়া নামে একজন লিখেছেন, ওকে, এখন বলেন কোন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ