মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জন্মাষ্টমীতে শোভাযাত্রা নয় : ধর্ম মন্ত্রণালয়

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

করোনাড়াইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় জন্মাষ্টমীতে সকল প্রকার শোভাযাত্রা, র‌্যালি, মিছিল বন্ধ থাকবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে সকল ধর্মীয় আচার অনুষ্ঠান করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবছর ৩০ অগাস্ট (সোমবার) জন্মাষ্টমী পালিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস জনিত রোগ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ৬ অগাস্ট জারীকৃত জরুরি বিজ্ঞপ্তিতে অনুবৃত্তিক্রমে দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে।

একই সাথে জন্মাষ্টমী উপলক্ষে সকল প্রকার শোভাযাত্রা, র‌্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন।

তিনি সনাতন ধর্মের অবতার হিসেবে প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় ভালো মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্রতী হন।

সনাতন ধর্মালম্বীদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে একই ভাবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসেন। এসে সত্য ও সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জন্মষ্টমী ব্রত (উপবাস) পালনে সমস্ত পাপমোচন ও পূণ্যলাভ হয়।

যারা নিয়মিত এ ব্রত পালন করে থাকেন তাদের সৌভাগ্য, আরোগ্য ও সন্তান লাভ হয়। এছাড়া পরকালে স্বর্গ প্রাপ্তি নিশ্চিত হয়।

দিনটি পালনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে।

তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিধিনিষেধের মধ্য দিয়ে দিনটি পালন করতে হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ