শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

চালক ঘুমে, বাস পুকুরে

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের নাম ছায়েদ আলী খান (৬০)। তিনি নওগাঁ জেলার পোরশা উপজেলার কোচপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা ও বাস যাত্রী আমিনুল ইসলাম বলেন, চাচাসহ তিনজন ঢাকা যাওয়ার জন্য রাতে নওগাঁ থেকে রওনা হয়েছিলেন। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভুঞাপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গাড়ি সঠিকভাবে চালাতে চালককে বারবার সতর্ক করা হয়েছিল। পরে বাসটি সড়কের বাক ঘুরতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।

বাসযাত্রীরা জানান, চালক ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন। বারবার চালককে সতর্ক করার পরও দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি সড়কের বাক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ