শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

চাকরির আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে মানবন্ধন

spot_img
spot_img
spot_img

রাবি প্রতিনিধি
চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ চার দফা দাবি জানিয়েছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ।

আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিভাগীয় শিক্ষার্থীদের আয়োজনে এক কর্মসূচি থেকে দাবিগুলো জানানো হয়।

দাবিগুলো হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ সকল চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে, নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে, একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

কর্মসূচিতে বক্তার বলেন, ‘বেকারত্ব, পরিবারের চাপ ও আর্থিক কষ্ট নিয়ে অনেকেই আত্মহত্যা করছে। পড়াশোনা শেষে সবারই স্বপ্ন থাকে একটা ভালো চাকরি পাওয়া৷ কিন্তু কোটি কোটি টাকার দুর্নীতির মাধ্যমে যদি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস হয়ে যায় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবো? তাছাড়া ঘুষ দিয়ে চাকরি নেওয়া তো অনৈতিক ও সংবিধানবিরোধী কাজ৷ আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের এসব দাবি ও যুক্তিগুলো প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করতে চাই। ’

তারা আরও বলেন, ‘শিক্ষার্থী হিসেবে আমাদের এমনিতেই অনেক টাকা ব্যয় হয়৷ এর মধ্যে এক একটা আবেদন ফি দুই, তিন হাজার টাকা হলে আমরা কীভাবে ফর্মগুলো পূরণ করবো? তাই চাকরির আবেদন ফি ১০০ টাকার মধ্যে নিয়ে আসার জোর দাবি জানাই। ’

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের আশেপাশের প্রায় ৪০টি দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর বা তারও ঊর্ধ্বে আছে। অথচ বাংলাদেশে এ নীতি কখনো অনুসরণ করা হয় না। স্বজনপ্রীতি থেকে শুরু করে প্রশ্নপত্র ফাঁস, এগুলো নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। অনেকে ভালো পড়াশোনা করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এ ছাড়া একই সময়ে একাধিক পরীক্ষার যে সংস্কৃতি, সেটা বন্ধ করা হোক।’

মানববন্ধনে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খাইরুল ইসলাম ও সিবলী নোমান প্রমুখ। এ ছাড়া কর্মসূচিতে অর্ধশতাধিক চাকরিপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ