শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

চট্টগ্রামে পাকিস্তান সমর্থককে ধাওয়া করল মুক্তিযুদ্ধ মঞ্চ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

চট্রগ্রামের মাঠে বাংলাদেশী কেউ পাকিস্তানের পতাকা ও জার্সি পরে আসলে প্রতিহত করার ঘোষনা দিয়েছিল চট্রগ্রাম মুক্তিযুদ্ধ মঞ্চ। এরপরও শুক্রবার সাগরিকায় বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচে পাকিস্তানের জার্সি পড়ে স্টেডিয়ামে আসেন এক যুবক। তাকে প্রবেশ মুখেই চ্যালেন্চ করে মুক্তিযুদ্ধ মন্চের কর্মীরা। এসময় ভয়ে পাশের নালায় লাফ দেয় ওই যুবক। পরে সেখান থেকে উদ্ধার করে তোলা হয় তাকে। ক্ষমা চেয়ে স্থান ত্যাগ করেন ওই যুবক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণের নাম জানা যায়নি। তবে তাঁকে ধাওয়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে নালায় তাঁকে কান ধরে ক্ষমা চাইতেও দেখা গেছে। আগে থেকেই ঘোষণা ছিল—জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানি জার্সি পরে এলেই প্রতিহত করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি জার্সি পরা ওই তরুণ আসতেই তাঁকে আটকান তাঁরা। এ সময় ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। প্রথমেই তিনি বাংলাদেশি নাগরিক, না পাকিস্তানি সেটি জানতে চান তাঁরা। পাকিস্তানি নাগরিক হলে পাসপোর্ট দেখাতে বলেন। এর মধ্যেই অবশ্য তাঁকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেন সবাই।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ