শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

গোলাগুলির পর ২৫ কোটি টাকার আইসের জালান জব্দ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের বিশেষ অভিযানে উখিয়ার পালংখালীর পাকা ব্রীজ এলাকা থেকে ৫ কেজি আইস’র (ক্রিস্টাল মেথ) জব্দ করেছে। যার মূল্য ২৫ কোটি টাকা। দেশে এখন পর্যন্ত ধরা পড়া আইসের সবচেয়ে বড় চালান এটি।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল পালংখালী বাজার হতে ১০০ গজ দক্ষিণে পাকা ব্রীজের অবস্থান নেয়। এর আধঘন্টার মাথায় কয়েকজন মাদক ব্যবসায়ীকে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে মায়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির টহলদল চ্যালেঞ্জ করলে সশস্ত্র মাদক কারবারীরা অতর্কিত গুলিবর্ষণ করতে থাকে। পাল্টা গুলি ছোঁড়ে বিজিবিও। একপর্যায়ে চোরাকারবারীরা তাদের সাথে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। অতঃপর টহলদল ঘটনাস্থলে একটি ব্যাগ পেয়ে তাতে তল্লাশী করে। ওই ব্যাগ থেকে উদ্ধার হয় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) নামক মরণঘাতি মাদকদ্রব্য। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও বিজিবির এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ