শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

গুলশানে ‘মদ-বিয়ারসহ’ গ্রেপ্তার ৩

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের একটি বাড়ি থেকে ১৫০ বোতল বিদেশি মদ ও ১০০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-১ এর ১২৮ নম্বর সড়কের ওই বাড়ি থেকে ওই মদ-বিয়ার জব্দ করা হয়।

একইসঙ্গে ফয়সাল কালাম (৪০), ইব্রাহিম খলিল (৪০) এবং মো. নুর আলম (৪৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।অভিযানের আগে ১৫দিন গোয়েন্দা নজরদারি চালানোসহ অভিযানস্থল রেকি করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

মাদক নির্মূলে কাজ করা সরকারের এ সংস্থাটি জানায়, অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) গুলশান সার্কেল ওই অভিযান চালি মাদকদ্রব্য জব্দের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করেছে।

গুলশানে ‘মদ-বিয়ারসহ’ গ্রেপ্তার ৩ জন : ছবি-সংগৃহীত

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের বাড়িটি থেকে জব্দ করা বিদেশি মদ ও বিয়ারের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। ‘কালাম রিয়েল এস্টেট’ এর স্বত্বাধিকারী এম আবুল কালামের ছেলে ফয়সাল কালাম (৪০) দীর্ঘ দিন ধরে গুলশান ও বনানী এলাকায় বেআইনিভাবে মদ ও বিয়ার সরবরাহ করে আসছিলো। অভিযান পরিচালনার আগে ১৫ দিন ধরে ফয়সাল কালামকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। পরে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের অন্য কোনো মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করা হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ