মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

গার্মেন্টকর্মী তানিম হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়ার একটি গার্মেন্টসের কর্মী মো. তানিমকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত আরা এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া চাঁদাবাজির অভিযোগে প্রত্যেক আসামিকে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গার্মেন্টসকর্মী সোহেল রানা, ফরহাদ হোসেন, মো. আশিকুর রহমান ও মো. নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণ করার পর দণ্ড কার্যকর হবে। তবে প্রত্যেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২২ জুলাই সকাল ৯টার দিকে নিখোঁজ হন তানিম। তিন দিন পরে তাঁর মরদেহ আশুলিয়ার খাগান গ্রামের জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। বেওয়ারিশ হিসেবে পুলিশ মরদেহটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। তখন পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করে।

তানিমকে খুঁজে না পেয়ে তাঁর স্ত্রী নূরুন্নাহার ওই বছরের ১০ আগস্ট কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তানিমের হদিস না পেয়ে সোহেলদের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে নিহতের মা সাইদা সুলতানা অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ এনে একটি মামলা করেন। এ মামলা এজাহার হিসেবে গণ্য করার জন্য আশুলিয়া থানাকে নির্দেশ দেন আদালত। তদন্তের সময় পুরো ঘটনা প্রকাশিত হয়। সাজাপ্রাপ্তরা তানিমের কণ্ঠ মোবাইল ফোনে ধারণ করে তাঁর মায়ের কাছে বিকাশের মাধ্যমে টাকা আদায় করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে।

সোহেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার কারণ এবং অংশগ্রহণকারী সবার নাম বলে দেন। এ মামলায় ২০১৮ সালের ৫ নভেম্বর অভিযোগ গঠন করা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ