শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

খুলেছে ঢাবি গ্রন্থাগার, ১৮ মাস পর প্রাণের স্পন্দন

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

খুলে দেয়া হয়েছে ঢাকা বিশ্বিবদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগার। দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর রোববার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরিগুলো খুলে দেয়া হয়।

করোনা টিকার অন্তত এক ডোজ গ্রহণের প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে গ্রন্থাগারে প্রবেশ করতে পারছেন শিক্ষার্থীরা। তবে গ্রন্থাগারের বাইরে থেকে কোনো বইপত্র নেয়া যাচ্ছে না।

গ্রন্থাগারের মূল ফটকে শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব মেনে প্রবেশের জন্য প্রতি তিন ফুট পর বৃত্তাকার চিহ্ন দেওয়া হয়েছে।

প্রথমে টিকার প্রমাণপত্র ও পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে শিক্ষার্থীদের। এরপর ভেতরে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। ফটকের ভেতরে শিক্ষার্থীদের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে।

২০২০ সালের মার্চ মাসে দেশে করোনার সংক্রমণ শুরু হলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

এর পর বিশ্ববিদ্যালয় অনলইনে শ্রেণি কার্যক্রম শুরু করায় শিক্ষার্থীরা দীর্ঘ সময় গ্রন্থাগারগুলো ব্যবহার করার সুযোগ পাননি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ