মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দেশের সকল বিভাগীয় সদরে সমাবেশ করছে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকায় সকাল থেকেই জড়ো হতে থাকেন দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে শুরু হয় সমাবেশ। দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। কার্যালয়ের সামনের রাস্তা অবরুদ্ধ থাকলেও বিপরীত লেনে গাড়ি চলছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম নিয়োজিত রয়েছে।

এর আগে বিএনপি ৮ দিনের কর্মসূচি দিয়েছে। তারই অংশ হিসেবে আজ সব বিভাগীয় সদরে সমাবেশ করছে দলটি। নয়াপল্টন সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে দিকনির্দেশনা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া চট্টগ্রামের বাকলিয়ায় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, খুলনা মহানগর বিএনপি অফিসের সামনে গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহ শহর রেলওয়ে স্টেশন চত্বরে নজরুল ইসলাম খান, সিলেট মহানগর রেজিস্ট্রার মাঠে আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং রাজশাহী মহানগরের বাটারমোড়ের সমাবেশে আব্দুল্লাহ আল নোমান অংশ নেবেন বলে জানানো হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ