শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

খালেদা জিয়ার অবস্থা ‘অপরিবর্তিত’

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে । তার অবস্থা খুবই সংকটাপন্ন। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছে খালেদা জিয়ার চিকিৎসা–সংশ্লিষ্ট একটি সূত্র। লিভারের জটিলতায় তাকে গতকাল বুধবারও রক্ত দিতে হয়েছে।

অন্যদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ‘এভার কেয়ার’ হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির নেতা-কর্মীরা। তবে তাদের হাসপাতালের ভেতরে খালেদা জিয়ার কাছাকাছি যেতে দেয়া হচ্ছে না।

মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এ গুজবগুলোর কোনো ভিত্তি নাই। এখনো কিছু গুজব ছড়াচ্ছে। আমার মনে হয়, অত্যন্ত কৌশলে কোনো মহল এই গুজবগুলো ছড়াচ্ছে অসৎ উদ্দেশ্যে।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) বিষয়ে আপনারা সরাসরি আমাকে ফোন করবেন, আমি আপনাদের জানাব।’

বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা কেমন, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এখনো তিনি ওই অবস্থাতেই আছেন। স্টিল ইজ ভেরি ক্রিটিক্যাল। ডাক্তার সাহেবেরা মনিটর করছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পক্ষে যেটা সম্ভব, সর্বাত্মক প্রচেষ্টা তারা করছেন।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ নাগরিক সমাজের কয়েকজন নেতা গত মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে যান। এ বিষয়ে বুধবার দুপুরে নগর গণস্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সম্মেলন করে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ৬ জন চিকিৎসক আমাকে বিস্তারিত বলেছেন। আমি তাদের ফাইলের প্রত্যেকটা লেখা পড়ে দেখেছি। আমি কারও মুখের কথায় কিছু বলছি না। তার রক্তক্ষরণ হচ্ছে। রক্তচাপ কমে গেছে। গতকাল (মঙ্গলবার) গিয়ে দেখেছি তাকে রক্ত দেওয়া হচ্ছে।’

আইনমন্ত্রীর উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, ‘আর কোনো বাড়াবাড়ি কইরেন না। একজন মৃত্যুপথযাত্রীর জীবনটা রক্ষা করেন। এখন আর কোনো ভানুমতীর খেলা দেখাইয়েন না। অনুগ্রহ করে আজকেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেন।’

৭৬ বছর বয়সী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ১৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ