শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কোহলির জায়গায় নেতৃত্ব পেয়েছেন রোহিত শর্মা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

বিরাট কোহলির জায়গায় ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরমেটের নেতৃত্ব পেয়েছেন রোহিত শর্মা। মঙ্গলবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে রোহিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ খবর যতটা না চমকের। তার চেয়ে বেশি অবাক করার মতো বিষয় হচ্ছে, সদ্য সাবেক ক্যাপ্টেন বিরাট কোহলির দল থেকে বাদ পড়া নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে নাম নেই বিরাট কোহলির!

এদিকে, চোট পাওয়ার পর বিশ্রামের কারণে দল থেকে বাদ পড়লে সেটি স্কোয়াড ঘোষণার সময়ই বোর্ডের তরফে স্পষ্ট করে দেওয়া হয়। কিন্তু কোহলির ক্ষেত্রে সেটিও বলা হয়নি। আর তাই এরই মধ্যে খবরটি বাতাসের মতো ছড়িয়ে পড়ছে। অনেকেই এ নিয়ে আঙুল তুলছেন। তবে কি রোহিতকে বাড়তি ক্ষমতা দিতেই সরিয়ে দেওয়া হলো কোহলিকে!

অধিনায়ক হিসেবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ টুর্নামেন্ট, এমন ঘোষণা দিয়ে মরুর বুকে খেলতে নেমেছিলেন কোহলি। তবে এরপর শোনা যাচ্ছিল, বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে হয়ত তাকে ছাড়বে না বিসিসিআই। কিন্তু বিশ্বকাপ শুরুর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বৈশ্বিক আসরে প্রথমবারের মতো হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও বাজেভাবে হেরেছে ইন্ডিয়া। টানা দুই হারের পর সবশেষ তিন ম্যাচ জিতলেও শেষ রক্ষা হয়নি। সমর্থকদের কাঁদিয়ে বিদায় নিতে হয় কোহলিদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত (উইকেটকিপার), ইশান কিষাণ, বেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্শাল প্যাটেল ও মোহাম্মদ সিরাজ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ