শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কোস্টগার্ডকে যুগোপযোগী করে গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কোস্টগার্ডকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সমুদ্রসীমা ও সমুদ্রসম্পদের নিরাপত্তা রক্ষায় কোস্টডার্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ কোস্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদকপ্রদান অনুষ্ঠানে আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রসীমা রক্ষায় বঙ্গবন্ধু যেসব পদক্ষেপ নিয়েছিলেন ৭৫ পরবর্তী কোনো সরকারই তা আর এগিয়ে নেয়নি। ক্ষমতায় এসে কোস্টগার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেন, ব্লু ইকোনমি এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই অঞ্চলের নিরাপত্তা রক্ষা করা সরকারের অগ্রাধিকার। সমুদ্রসম্পদের নিরাপত্তা, সাধারণ মানুষের জানমাল রক্ষা ও মাদকের বিরুদ্ধে কোস্টগার্ড যেন দক্ষতা ও দ্রুততার সাথে কাজ করতে পারে সেজন্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে বাহিনীতে। কোস্টগার্ডের কাজের গতি বাড়াতে আধুনিক ও উন্নত প্রযুক্তির জাহাজ ও ওভারক্রাফট আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ