বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কেরাণীগঞ্জ হযরতপুর ইউপিতে ইসির ঘোষণা বহাল রাখার দাবি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
কেরাণীগঞ্জের হযরতপুর ইউপি নির্বাচনের অবৈধ জাল ভোটে পুনরায় গণনা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) পূর্বের ঘোষণা বহাল রাখতে প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপের দাবি জানিয়েছেন হাজী মো. আলাউদ্দিন।
গতকাল (২০ মার্চ) রোববার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

লিখিত বক্তব্যে হাজী মো. আলাউদ্দিন জানান, ২০২১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২১ সালের ১৬ নভেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর চেয়ে ১৫০ ভোট বেশি পান তিনি। ওই ফলাফল নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েব সাইটেও দেয়া হয়। পরে প্রভাবশালী ব্যক্তির ইন্দনে নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়। প্রিসাইটিং অফিসার তৈয়বুর রহমান প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা পাওয়ায় অনুরোধ করলেও তিনি পুনরায় ভোট গণনার সময় দেননি। তিনি ১৯৭টি জাল ভোটের ব্যালট পেপার বস্তায় ঢুকিয়ে রাখেন এবং গত ১৯ মার্চ পুনরায় গণনা করেন। এতে মোট ভোটারের চেয়ে কাস্টিং ভোট বেশি দেখানো হয়।

তিনি আরো জানান, প্রথম গণনায় ভোট ঠিক থাকলেও পুনরায় ভোট গণনার সময় জগন্নাথপুর সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে ঘোড়া প্রতিকে ডাবল সিল মেরে তা বাতিল করা হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন তাকে সপরিবারে মেরে ফেলার হুমকি-ধামকি দিচ্ছে। দুর্বৃত্তরা তার বিরুদ্ধে দুইটি ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়েছে। তার কর্মী-সমর্থকদের মারধর ও তাদের বাড়ীতেও অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনিসহ পরিবারের ১১ জন সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বিগত ১৮ বছরযাবত সেক্রেটারির দায়িত্ব পালনের পর বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

অভিযোগ প্রসঙ্গে প্রিসাইডিং অফিসার তৈয়বুর রহমানের দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ