শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

‘কিশোর গ্যাংয়ের’ হাতে গেলো স্কুলছাত্রের প্রাণ 

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এক কিশোর স্কুলছাত্রকে কেড়ে নিল কিশোর গ্যাং কালচার। প্রতিপক্ষ গ্রুপের সদস্য সন্দেহে রিয়াদ আহমেদ (১৪) নামে ওই স্কুলছাত্রকে পিটিয়ে আহত করে কিশোরদের একটি গ্রুপ। গত বুধবার তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শুক্রবার যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। জড়িত সন্দেহে সাব্বির নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

পরিবার জানায়, রিয়াদ পরিবারের সঙ্গে ধলপুর এলাকার কোল্ড স্টোরেজ গলিতে থাকত। স্থানীয় বিবির বাগিচা এলাকার সবুজ বিদ্যাপীঠ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সে ধলপুরের বাঁশপট্টি এলাকা দিয়ে বাসায় ফিরছিল। এর আগে সেখানে ‘কিশোর গ্যাং’ সাব্বির গ্রুপের সঙ্গে আরেকটি কিশোর গ্রুপের মারামারি হওয়ায় উত্তেজনা বিরাজ করছিল। রিয়াদকে দেখে প্রতিপক্ষ ভেবে রড দিয়ে পেটানো হয়। পরে তারা বুঝতে পারে, রিয়াদ তাদের প্রতিপক্ষ নয়। তখন তারা রিয়াদকে পানি খাওয়ায় এবং ঘটনাটি কাউকে না জানাতে অনুরোধ করে। রিয়াদ কাউকে জানায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে রিয়াদ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রিয়াদের ভগ্নিপতি এস এম আলমগীর হোসেন বলেন, এলাকার দুই বখাটে গ্রুপের দ্বন্দ্বের জেরে রিয়াদকে খুন করা হলো। অথচ কোনো গ্রুপেই ছিল না রিয়াদ। রিয়াদ গুরুতর আহত হলেও বিষয়টি প্রথমে পরিবারকে জানায়নি।

পারিবারিক সূত্র জানায়, রিয়াদের বাবা শুক্কুর আলী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। তার দুই ছেলে দুই মেয়ের মধ্যে রিয়াদ ছিল সবার ছোট। গ্রামের বাড়ি গোপালগঞ্জে। এ ঘটনায় রিয়াদের বড় ভাই রায়হান আহমেদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেছেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবুল খালেক বলেন, বিষয়টি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হয়। ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করে পুরো ঘটনাটি সম্পর্কে জানা যায়। এরই মধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ