শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কারওয়ানবাজারে খুন হওয়া যুবকের পরিচয় মিলেছে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম কেশব রায় পাপন (২৪)। তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্টটাইম চাকরি করতেন। আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে স্বজনরা লাশ শনাক্ত করেন এবং এসব পরিচয় জানান।

নিহত পাপন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার উত্তর হাজীপুর বায়ানপাড়া গ্রামের মংলু রায় ও আরতী রানী রায় দম্পতির ছেলে। তেজগাঁও মনিপুরী পাড়ার একটি মেসে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে সে বড়।

ঢামেক মর্গে নিহতের মামা কমল রায় বলেন, ‘আমরা পুলিশের মাধ্যমে সংবাদ পেয়েছি।

তেজগাঁও মডেল থানার উপপরিদর্শক এসআই গোলাম সারোয়ার জানান, মঙ্গলবার (৫অক্টোবর) রাতে পশ্চিম তেজতুরী বাজার হোটেল মেরিন এর সামনে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজনরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী হারুন অর রশিদ বিপ্লব জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কর্মস্থল নিউ এলিফ্যান্ট রোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে বাইসাইকেলযোগে বাসায় ফিরছিলেন পাপন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ