মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কাবুলে ‘আত্মঘাতী’ বোমা হামলায় নিহত ১৭০

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

কাবুল বিমানবন্দরের কাছে ‘আত্মঘাতী’ বোমা হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জন মার্কিন সেনা। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে নিয়েছে। তালেবানের দাবি, হামলায় তাদের ২৮ জন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই জোড়া বিস্ফোরণ ঘটে।

আত্মঘাতি বোমা হামলার পরদিন আজ শুক্রবার কাবুলের চিত্র , ভিডিওটি রয়টার্স থেকে নেওয়া

 

তালেবানের কাবুল দখলের পর কূটনীতিক, বিদেশি নাগরিক ও অসংখ্য আফগানের দেশ ছাড়ার তোড়জোড়ের মধ্যে এ প্রাণঘাতী হামলা হল।

যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছে পেন্টাগন। তবে বোমা হামলার পরও যুক্তরাষ্ট্রের আফগানিস্তান থেকে সরে যেতে সময়সীমা ৩১ অগাস্ট থেকে বাড়ানোর দরকার নেই বলে মনে করছে তালেবান।

কাবুল বিমানবন্দরে আইএস এর আঞ্চলিক সহযোগী আইএসআইএস খোরাসানের সন্ত্রাসী হামলার হুমকির কারণে সতর্কতা জারি করেছিল পশ্চিমা দেশগুলো।

বৃহস্পতিবার ওই সতর্কবার্তায় নাগরিকদের এলাকাটি এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে জোড়া বিস্ফোরণ ঘটে।

বিবিসি জানিয়েছে, বিমানবন্দরের সীমানার কাছেই ব্যারন হোটেলের গেইটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে।

ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি আফগানদের মধ্যে কাদের সরিয়ে নেওয়া হবে, তা বাছাইয়ে কাজ চলছিল ওই হোটেলে।

বিস্ফোরণের পর সেখানে গুলির শব্দ শোনা যায়। এর পরপরই বিমানবন্দরের অ্যাবি গেইটের কাছে ঘটে দ্বিতীয় বিস্ফোরণ।

স্থানীয় সাংবাদিকরা বলেছেন, বিমানবন্দরের অ্যাবি গেইটের বাইরে কাগজপত্র পরীক্ষার জন্য দিয়ে সেখানে একটি নালার পাশে অপেক্ষা করছিলেন বহু আফগান।

বিস্ফোরণে ধাক্কায় তাদের অনেকের দেহ নালায় গিয়ে পড়ে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সৈন্যরা বিমানবন্দরের ওই গেইটের কাছে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। একজন মার্কিন কর্মকর্তারা বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সেখানে অন্তত একজন হামলারকারীর গায়ে এক্সপ্লোসিভ ভেস্ট ছিল।

প্রত্যক্ষদর্শী একজন বলেছেন, অ্যাবি গেইটের কাছে বিস্ফোরণের পর হামলাকারীদের একজন ভিড়ের মধ্যে গুলিও চালিয়েছে।

সেখানে অবস্থানরত তালেবান যোদ্ধারা ফাঁকা গুলি ছুড়েছে বলেও কেউ কেউ দাবি করেছে।

বৃহস্পতিবার রাতে টেলিগ্রামে আইএস এর মুখপত্র আমাক নিউজ এজেন্সির এক বার্তায় কাবুল বিমানবন্দরের হামলা তাদেরই কাজ বলে দাবি করা হয়।

সেখানে বলা হয়, আইএস এর একজন আত্মঘাতী যোদ্ধা ব্যারন ক্যাম্পের পাশে একদল দোভাষীর ভিড়ের মধ্যে ঢুকে পড়তে সক্ষম হয় এবং শরীরে থাকা বোমার বেল্টে বিস্ফোরণ ঘটায়।

এ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

পেন্টাগনকে কাবুলে হামলার পাল্টায় কি ব্যবস্থা নেওয়া যায়, তার পরিকল্পনা করতেও নির্দেশ দিয়েছেন তিনি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ