শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কাজাখস্তানে চলমান সংঘাতে এ পর্যন্ত নিহত ৪৪

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। আজ শুক্রবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলমান সংঘাতে ২৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ এবং নিরাপত্তাবাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিন হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সেনা পাঠিয়েছে রাশিয়া। বিবিসি বলছে, কাজাখস্তানের আলমাটি শহরের প্রধান চত্বর একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়ার প্রায় আড়াই হাজার সেনা কাজাখস্তানে মোতায়েন করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার সেনা পাঠানোর বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্ব কাজাখস্তানকে পর্যবেক্ষণে রাখবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ