শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কাজলের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

কাজলের বিরুদ্ধে ফেসবুকে মন্ত্রী, সংসদ সদস্য এবং যুব মহিলা লীগের শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন, মানহানিকর, আপত্তিকর ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছিল।

বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমিন আরা বেলী গত বছরের ১০ মার্চ হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করেন।গত বছরের ১৪ মে কাজলকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

প্রায় ১০ মাসের দীর্ঘ তদন্তের পর পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল মোল্লা গত ৪ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট জমা দেন।চার্জশিট অনুযায়ী, কাজল তার ফেসবুক পেজে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে গ্রেপ্তার সংক্রান্ত ভুয়া খবর প্রকাশ করেছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ