রবিবার | ২২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

করোনা মহামারির মধ্যেই এশিয়ায় ২০ নতুন ধনকুবের

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
করোনা মহামারিতে যখন বিশ্বের ১৪ কোটি মানুষ কাজ হারিয়েছেন, ঠিক তখনই এশিয়ায় ২০ জন নতুন ধনকুবের তৈরি হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফামের প্রতিবেদনে ওই ২০ জনকে ‘মহামারি কোটিপতি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। তবে ২০ জনের পূর্ণ তালিকা প্রকাশ করেনি অক্সফাম।

অক্সফামের প্রতিবেদনে বলা হয়, ‘গত বছরের মার্চ পর্যন্ত কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা সরঞ্জাম ও পরিষেবাগুলো থেকে অর্জিত মুনাফা এই ২০ জনকে নতুন করে কোটিপতি বানিয়েছে। যখন লকডাউনসহ নানা রকমের বিধিনিষেধে অর্থনৈতিক স্থবিরতায় আরও কয়েক কোটি মানুষের জীবিকা ধ্বংস করেছে।’

চীন, হংকং, ভারত ও জাপানের নতুন কোটিপতিদের মধ্যে রয়েছেন লি জিয়ানকুয়ান, যাঁর ব্যবসাপ্রতিষ্ঠান উইনার স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) তৈরি করে এবং ডাই লিঝং, যাঁর কোম্পানি সানসুর বায়োটেক কোভিড-১৯ পরীক্ষার কিট উৎপাদন করে।

অক্সফামের প্রতিবেদনে দেওয়া তথ্যমতে, ২০২০ সালের মার্চ থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোট কোটিপতির সংখ্যা প্রায় এক–তৃতীয়াংশ বেড়েছে। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৮০৩, সংখ্যাটি গত বছরের নভেম্বরে ১ হাজার ৮৭ জনে এসে দাঁড়ায়। নতুন এসব কোটিপতির সম্মিলিত সম্পদ তিন-চতুর্থাংশ (৭৪%) বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এ অঞ্চলের সবচেয়ে দরিদ্র ৯০ শতাংশের চেয়ে ধনী ১ শতাংশেরই বেশি সম্পদ।

অক্সফাম এশিয়ার ক্যাম্পেইন প্রধান মোস্তফা তালপুর বলেন, ‘এশিয়ার দরিদ্র জনগণকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি, বেকারত্ব, ক্ষুধা ও দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে করোনা মহামারি। কয়েক দশক ধরে এই অঞ্চলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে যে অর্জন, তা মুছে গেছে। এটা সত্যিই আপত্তিজনক ও অগ্রহণযোগ্য।’

মোস্তফা তালপুর আরও বলেন, ‘এশিয়ার ধনী এবং সুবিধাভোগীরা তাঁদের ভাগ্য গড়ে তোলেন এবং স্বাস্থ্য রক্ষা করেন। একই সময়ে এ অঞ্চলের সবচেয়ে দরিদ্র মানুষ, নারী, স্বল্প-দক্ষ কর্মী, অভিবাসী এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ