বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দেশে করোনায় মৃতদের ৮০ শতাংশ টিকা নেননি

spot_img
spot_img
spot_img
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম

নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক সময়ে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের ৮০ শতাংশের টিকা নেওয়া ছিল না। আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই সময় করোনায় আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশ করোনার টিকা নেননি। বাকি ২০ শতাংশ নানা ধরনের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ছিলেন। তবে এখনো কোনো ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, সে তথ্য স্বাস্থ্য বিভাগের হাতে নেই। জেনোম সিকোয়েন্সিং করতে ১৪-১৫ দিন সময় লাগে।

করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সংক্রমণ বৃদ্ধি অশুভ ইঙ্গিত দিচ্ছে।

তিনি বলেন, ঢাকায় অমিক্রনের সংক্রমণ বেশি। তবে অন্যান্য জেলায় এখনো ডেলটার সংক্রমণ অব্যাহত আছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা বলেন, স্কুলে যায় না, এমন শিশু–কিশোরদের প্রশাসনের সহায়তায় টিকা দেওয়া হবে। ছাত্রদের টিকা দেওয়া শেষ হলে অগ্রাধিকারের ভিত্তিতে কলকারখানার শ্রমিক, পরিবহন খাতের শ্রমিক ও হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া হবে।

অধিদপ্তরের অন্য অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর বলেন, এখন দৈনিক ২৫০ টন অক্সিজেন উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ