শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কবিরাজের ‘চিকিৎসায়’ ঝলসে গেল রোগীর মুখ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কবিরাজের চিকিৎসায় হাসিনা বেগম নামের এক নারীর মুখমন্ডল ঝলসে গেছে। তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ওই নারী কবিরাজ ছকিনা বেগম এবং তার সহযোগী জাহানারা বেগমকে পুলিশে সোপর্দ করেছেন।

সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে এই ঘটনা ঘটে। আহত নারী ওই গ্রামের বাসিন্দা রাশেদুন্নবী বুলুর স্ত্রী।

রাশেদুন্নবী বুলু বলেন,হাসিনা বেগম বেশ কিছুদিন থেকে শারীরিকভাবে প্যারালাইজড ছিলেন। অনেক চিকিৎসা করেও ফল হয়নি। প্রতিবেশী আমিনুরের বাড়িতে চিকিৎসা দিতেন কবিরাজ ছকিনা বেগম। তার বাড়ি পার্শ্ববর্তি নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীহাট এলাকায়। ছকিনা বেগমের সাথে প্রতিবেশীর বাড়িতে তার পরিচয় হয়।

রাশেদুন্নবী বলেন, সোমবার নারী কবিরাজ আমার স্ত্রীকে চিকিৎসা করেন। এসময় চিকিৎসা চলাকালীন কবিরাজ কী করেছে জানি না। এতে হাসিনা বেগমের পুরো মুখে ফোসকা উঠেছে। শরীরের বিভিন্ন অংশে লালচে দাগ হয়েছে।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃএএসএম সায়েম বলেন, হাসিনা বেগমের মুখমন্ডলে অধিকাংশই ঝলসে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দাহ্য জাতীয় কোনো পদার্থ ছোঁড়া হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এলাকাবাসী এক নারী কবিরাজ ও তার সহযোগীকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে। এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেয়া হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ