শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ওমিক্রন ছড়িয়ে পড়ছে, এবার ফিনল্যান্ডে শনাক্ত

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে ফিনল্যান্ডে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

এর আগে ইউরোপের বিভিন্ন দেশে যাঁরা অমিক্রনে আক্রান্ত হয়েছিলেন, তাঁদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছিলেন। এবার ফিনল্যান্ড যাঁর সংক্রমণ শনাক্ত হয়েছে, তিনি সুইডেন থেকে সেখানে গিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা একই সঙ্গে সুইডেন থেকে ফিনল্যান্ডে এসে করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের নমুনাও পরীক্ষা করা হচ্ছে।

ইউরোপের যে দেশগুলোয় অমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে, তার একটি তালিকা দিয়েছে ইউরো নিউজ। তালিকা অনুযায়ী, জার্মানি, নরওয়ে, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, আয়ারল্যান্ড, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, সুইডেন, সুইজারল্যান্ডের এ ধরন শনাক্ত হয়েছে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত ২৭টি দেশের মধ্যে ১৫টিতে ছড়িয়েছে এই ধরন। এ ছাড়া এই অঞ্চলের দেশ যুক্তরাজ্যে অমিক্রন শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ৩১টি দেশে অমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। ইউরোপের বাইরে যে দেশগুলোয় এই ধরন ছড়িয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বতসোয়ানা, ঘানা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, হংকং, ইসরায়েল, জাপান, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ