শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

এমপি হিসেবে শপথ নিলেন শেরীফা কাদের

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেরীফা কাদের। তিনি জাপা চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী। সোমবার (১ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে নির্বাচিত শেরীফা কাদেরকে শপথ বাক্য পাঠ করান। এর আগে তার নির্বাচিত হওয়ার গেজেট সংসদ সচিবালয়ে পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আহসান আদেলুর রহমান ও নাজমা আক্তার উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে শেরীফা কাদের রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি মাসুদা এম রশিদ চৌধুরী (মহিলা আসন-৪৫) মারা গেলে আসনটি শূন্য হয়।

এরপর শেরীফা কাদের জাপার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলে এবং অন্য কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম গত ২৪ অক্টোবর তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। পরবর্তীতে গত ২৮ অক্টোবর গেজেট প্রকাশ করে ইসি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ