মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

এবার বাংলাদেশ বানান ভুল লিখল বিসিবি

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসের পর যে ক্রিকেটার লিস্ট সংবাদমাধ্যমকে সরবরাহ করেছে বিসিবি, সেখানে বাংলাদেশ (BANGLADESH) বানানে ‘এন’ এর পরিবর্তে ‘এম’ ব্যবহার করেছে। হয়ে গেছে ‘BAMGLADESH’। ভুলের সমুদ্রে যেন হাবুডুবু খাচ্ছে বাংলাদেশের ক্রিকেট।

একের পর এক গোলমাল পাকাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে টেস্টের টিকিটের গায়ে সকাল ১০টার বদলে লেখা ছিল রাত ১০টা। এবার একেবারে বাংলাদেশ বানানেই ভুল করে বসেছে তারা! এই ম্যাচের জন্য দেওয়া খেলোয়াড় তালিকায় বাংলাদেশ বানান ভুল ছিল। ওই তালিকায় স্বাক্ষর ছিল অধিনায়ক মুমিনুল হক ও ম্যানেজার নাফিস ইকবাল খানের। ‍

চট্টগ্রাম টেস্টের জন্য বিসিবির দেওয়া খেলোয়াড় তালিকায় পাওয়া গেছে এই ভুল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। এর আগে গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম টেস্টের টিকিট বিক্রি শুরু হয়। যেখানে ম্যাচের সময়ের জায়গায় ১০ এএম এর পরিবর্তে লেখা ১০ পিএম। ম্যাচ শুরুর সূচির সঙ্গে টিকিটে দেয়া সূচির পার্থক্য পুরো ১২ ঘণ্টা। এএম আর পিএমে তালগোল পাকিয়ে টিকিটে এমন ভুল করে বিসিবি।

ভুল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নিজেদের ফেসবুক পেজে সাকিব আল হাসানের শরীরে শহীদুল ইসলামের মাথা বসানো নিয়ে অনেক কথা হয়েছে। বিসিবির একের পর এক ভুল দেশের পাশাপাশি দেশের বাইরেও সমালোচিত হচ্ছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ