শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

এক ‘জঙ্গি’ গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মোহাম্মদ হোসাইন (৩১)। তিনি চাঁদপুর সদর থানাধীন মধ্য তরপুরচন্ডী এলাকার মুফতি সিরাজুল ইসলামের ছেলে।

আজ মঙ্গলবার এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানােনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ ও নিজস্ব নজরদারীর ভিত্তিতে সোমবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া মুন্সিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই জঙ্গিদলের সদস্যকে গ্রেপ্তার করা হয়।  গ্রেফতারকালে তার কাছে জঙ্গিবাদে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সীম কার্ড ও একটি মেমোরি কার্ড পাওয়া যায়। সেগুলো জব্দ করা হয়েছে।

গ্রেফতার হোসাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়া ও এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে উগ্রপন্থী মতবাদ প্রচার করতেন। অন্যদের জঙ্গীবাদে জড়াতে উৎসাহিত করে সশস্ত্র জিহাদে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করে আসছিলেন।

এছাড়া সে দীর্ঘদিন ফেইসবুকে ফেইক আইডি ব্যবহার করে জনসাধারণের ভিতর আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। ধর্মীয় উগ্রবাদী মতার্দশ প্রচারের মাধ্যমে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, নাশকতামূলক কার্যক্রম এবং ‘আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)’র মতাদর্শ অনলাইনে প্রচার করে আসছিলেন।

তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেছে এটিইউ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ