শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

একসাথে সিঁদুর খেললেন হিন্দু-মুসলিম (ভিডিও)

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
এ যেনো অসাম্প্রদায়িতকার আরেক জলন্ত উদাহরণ। এ যেনো অপার সম্প্রতির বন্ধন। এ যেন এক অভিনব বিজয়া দশমী। আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে বলেছে, শুক্রবার বিজয়া দশমিতে দেবীবরণ থেকে সিঁদুর খেলার পালা চলছে বনেদি বাড়ি থেকে শুরু করে বারোয়ারি পুজমণ্ডপগুলিতে। দক্ষিণ দমদম এলাকার অমরপল্লি সর্বজনীন দুর্গোৎসবে দেবীবরণ থেকে সিঁদুর খেলায় জাতি ভেদাভেদ মুছে অংশ নিলেন বিবাহিত হিন্দু ও মুসলিম মহিলারা। যোগ দিলেন সমাজের পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের প্রমীলারাও। সংক্রমণ এড়াতে সকলের পরনে ছিল পিপিই কিট।

শুধু যে বর্ণ ও জাতিগত বৈষম্য ভুলে তাদের দেবীবরণ-পর্বকে স্মরণীয় করে তুলেছেন অমরপল্লির মহিলা সদস্যরা, এমনটা নয়। করোনা সংক্রমণের কথা মাথা রেখেই সিঁদুর খেলায় সামিল মহিলাদের দেওয়া হয়েছিল পিপিই কিট। মোট ৫২ জন মহিলা পিপিই কিট পরে দেবীবরণ এবং সিঁদুর খেলায় অংশ নিলেন। ৩০ জন হিন্দু বিবাহিতা মহিলার সঙ্গে ১২ জন আদিবাসী ও ১০ জন মুসলিম মহিলা অংশ নিয়েছেন বিজয়ার সিঁদুর খেলায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ