শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কারামুক্ত হয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু

spot_img
spot_img
spot_img

আবু হেনা রাসেল

আজ ১০ জানুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর তার মুক্তি ও দেশে প্রত্যাবর্তন নিয়ে সারা দেশেই উৎকণ্ঠা বিরাজ করছিল। মুক্তিযুদ্ধে বিজয়ের আনন্দ অপূর্ণ রয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে ফেরার মধ্য দিয়ে মানুষ যেন পূর্ণাঙ্গ বিজয়ের দেখা পেয়েছিল সেদিন।

সে সময় ঢাকা টিভি ছাড়া আর কোনো টিভি ছিল না। রাজউক ভবন থেকে তা সম্প্রচার হতো। ১০ কিলোমিটারের বাইরে তা দেখার কোনো সুযোগ ছিল না। খবরের একমাত্র বাহন রেডিও। তখনো একটি রেডিওর মালিক হওয়া তেমন একটা সহজ ছিল না। মানুষ খবরের জন্য ছুটত গলির মোড়ের পানের দোকানে। বেশির ভাগ দোকানেই রেডিও ছিল। ৮ তারিখেই খবর হয়েছে, পাকিস্তানের নবনিযুক্ত প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুকে মুক্তি দিয়ে লন্ডনগামী একটি বিমানে তুলে দিয়েছেন।

বঙ্গবন্ধুকে বহনকারী বিমানটি যখন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে, তখন ঢাকার রাস্তায় আনন্দাশ্রুতে উদ্বেলিত হতে থাকে লাখ লাখ জনতা। এর আগে ৮ জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। সেদিনই তিনি পাকিস্তান থেকে লন্ডনে যান। সেখানে দুই দিন অবস্থান করে ১০ জানুয়ারি দিল্লি হয়ে ঢাকায় ফেরেন বঙ্গবন্ধু। ব্রিটিশ ফরেন অফিসকে আগেই পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গবন্ধুর লন্ডন আগমনের সংবাদটি পৌঁছে দেয়। ব্রিটিশ ফরেন অফিস লন্ডনে বসবাসরত বাঙালি কূটনীতিকদের এ সংবাদটি আলো ফোটার আগেই জানিয়ে দেয়। সেই সৌভাগ্যবানদের মধ্যে ছিলেন রেজাউল করিম, মহিউদ্দিন আহমেদ আর মহিউদ্দিন জায়গীরদার। এ তিনজনই বঙ্গবন্ধুকে লন্ডনের হিথরো বিমানবন্দরে রিসিভ করতে যান। ব্রিটিশ ফরেন অফিস থেকেও একজন প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন। মহিউদ্দিন আহমেদ স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন, বঙ্গবন্ধু বিমান থেকে নেমে লাউঞ্জে প্রবেশ করলে তিনি তাকে জড়িয়ে ধরে আবেগে ডুকরে কেঁদে উঠলে বঙ্গবন্ধু তার পিঠে হাত রেখে বলেছিলেন ‘ভয় নাই, আমি এসে গেছি।’ তেজগাঁও বিমানবন্দর থেকে বঙ্গবন্ধুকে বহনকারী খোলা ট্রাক রমনা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) যেতে প্রায় ২ ঘণ্টা সময় লেগেছিল। পথের দুই ধারে তখন হাজার হাজার জনতা। একনজর তারা তাদের মহানায়ককে দেখতে চায়। রমনা রেসকোর্স মাঠের ঠিক যে স্থানে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ঠিক সেই স্থানেই বঙ্গবন্ধু ১০ জানুয়ারির পড়ন্ত বিকালে স্বাধীন বাংলাদেশে তার প্রথম বক্তৃতাটি দেন। কাকতালীয়ভাবে ঠিক একই স্থানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার জেনারেল নিয়াজি মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেছিলেন। বঙ্গবন্ধু তার ভাষণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। কৃতজ্ঞতা জানান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সে দেশের জনগণ ও বিশ্বনেতাদের প্রতি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হতে পারে, তাও তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

দিবসটি স্মরণে বিভিন্ন কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সোমবার বেলা ৩টায় অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের শহিদ মনিরুল আলম মিলনায়তন থেকে সব টেলিভিশন চ্যানেল, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভাচু‌র্য়ালি উপস্থিত থেকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে বাবা ও মাকে নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করা হবে। আলোচনাপর্বে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস সম্বন্ধে আলোচনা করবেন বিশিষ্ট আলোচকবৃন্দ। দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো থাকবে বিশ্বখ্যাত অস্কারজয়ী ভারতীয় সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমানের কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা গান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ