রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু, শহরতলি কাউন্টারে ভিড় কম

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, আটটায় টিকিট বিক্রি শুরুর আগে থেকেই টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি
কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, আটটায় টিকিট বিক্রি শুরুর আগে থেকেই টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি  ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, আটটায় টিকিট বিক্রি শুরুর আগে থেকেই টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি। মানুষের চাপ এখানে বেশি। হুড়োহুড়ি রয়েছে।
কমলাপুরের মূল স্টেশনে টিকিটের জন্য যাত্রীদের অনেকে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে প্ল্যাটফর্মে অবস্থান করছেন। রাতে তাঁরা নিজেদের মধ্যে সিরিয়াল ঠিক করে এখানেই ঘুমিয়েছেন।

ট্রেনের টিকিট প্রত্যাশীদের ভিড় সামাল দিতে সাতটি স্টেশন থেকে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে
ট্রেনের টিকিট প্রত্যাশীদের ভিড় সামাল দিতে সাতটি স্টেশন থেকে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আশরাফুল আলম

শহরতলি কাউন্টারে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। এখানে এসে দেখা যায়, মোট ছয়টি কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে। নারী ও প্রতিবন্ধীদের জন্য এবং কর্মচারীদের জন্য দুটি আলাদা কাউন্টার রাখা হয়েছে। এখানে ভিড় তুলনামূলক কম। হুড়োহুড়ি নেই।

কুষ্টিয়ার ভেড়ামারার টিকিট কাটতে আসা মো. শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আলাদা করে টিকিট বিক্রি করায় ভালো হয়েছে। ভিড় কম। লাইনে দাঁড়াতে সমস্যা হচ্ছে না।

ট্রেনের টিকিট প্রত্যাশীদের ভিড় সামাল দিতে সাতটি স্টেশন থেকে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে
ট্রেনের টিকিট প্রত্যাশীদের ভিড় সামাল দিতে সাতটি স্টেশন থেকে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। ছবি: সংগৃহীত

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. আফসার উদ্দিন প্রথম আলোকে বলেন, কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্ম ও জয়দেবপুরে এবার প্রথম ঈদের টিকিট বিক্রি হচ্ছে। ভোগান্তি কমানোর জন্যই এই দুটি স্টেশন বাড়ানো হয়েছে।

ঢাকা বিমানবন্দরে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের, তেজগাঁওয়ে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সব আন্তনগর ট্রেন ও দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনের, ঢাকা ক্যান্টনমেন্টে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের, ফুলবাড়িয়ায় (পুরোনো রেলওয়ে স্টেশন) সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের এবং জয়দেবপুরে বী.মু.সি.ই (পঞ্চগড়) ঈদ স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে।

সূত্র: প্রথম আলো

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ