মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রাজনৈতিক সমঝোতার পরামর্শ বিশিষ্টজনদের

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু ভোট করতে রাজনৈতিক সমঝোতার পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ইসির সংলাপে কেউ কেউ ইভিএম বাদ দেয়ারও সুপারিশ করেন। বিগত কমিশনের অনিয়ম তদন্তের প্রস্তাব দিয়ে ভোটারদের আস্থা ফেরানোর তাগিদ দেন তারা।

অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার (২২ মার্চ) নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে ইসি। যদিও তাতে সাড়া দেয়নি অর্ধেকেই। সংলাপে ৩৯ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন ১৯ জন।

এতে অংশ নিয়ে নানা প্রস্তাবনা তুলে ধরেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, অতীদের দু’টি কমিশন ধ্বংস করেছে দেশের নির্বাচন ব্যবস্থা, যাতে সংকটে পড়েছে দেশ। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে তা কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন কেউ কেউ। পরামর্শ ছিলো আগামীর নির্বাচনগুলোতে ইভিএম না ব্যবহারেরও।

বিশিষ্টজনদের কেউ কেউ বলেন, নির্বাচন কমিশনকে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। কমিশন যদি মনে করে, নির্বাচনকালীন সরকার প্রশ্নে আইন ও সংবিধান সংশোধন প্রয়োজন, তাহলে তারা সরকারকে প্রস্তাব দেবে। আর যদি মনে করে, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, তাহলে নির্বাচন কমিশনকে পদত্যাগের মানসিকতা রাখতে হবে। আবার কেউ কেউ বলেছেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।

আর আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ ও জামায়াতের নিবন্ধনের বিষয়টি নতুন করে ভাবতে ডা. জাফরুল্লাহ চৌধুরী পরামর্শ দেন ইসিকে।

পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, সুষ্ঠু নির্বাচনে ইসির আইনের ঘাটতি নেই, আছে প্রয়োগে দুর্বলতা। আশ্বাস দেন ভোটারদের আস্থায় ফেরাবে এই কমিশন। আলোচনায় অংশ নিয়ে নির্বাচন কমিশনাররা বলেন, আগের কমিশনের ব্যর্থতার দায় নেবে না বর্তমান ইসি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ সংলাপে বক্তব্য দেন।

এর আগে গত ১৩ মার্চ কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার মাত্র ১৫ দিনের মাথায় শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ