বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ইয়াসিনও না ফেরার দেশে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্র জিতু হাসানের পর জবি শিক্ষার্থী ইয়াসিনও (৩৫) চলে গেছে না ফেরার দেশে। আজ মঙ্গলবার বেলা ১০টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

এই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুজনেই মারা গেলেন। এর আগে জিতু নামে অপর একজন মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, গত শুক্রবার তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ জিতু ও ইয়াসিন তালুকদারকে ভর্তি করা হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে পাঠানো হয়। আজ সকালে ইয়াসিন আইসিইউর ১৪ নম্বর বেডে মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে ১ অক্টোবর রাত সাড়ে ৩টায় জিতু আইসিইউর ১০ নম্বর বেডে মারা যান। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহতের ভগ্নিপতি ফারুক ঢালী জানিয়েছেন, ইয়াসিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছিলেন। তেজগাঁও তার বাসায় গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ (মর্গে) নেওয়া হয়েছে। তিনি জানান, ইয়াসিন চাদপুর সদর উপজেলার দাশারী বাজারের মৃত ইব্রাহিম তালুকদারের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি চতুর্থ ছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ