শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আরো এক মামলা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
প্রতারণার মাধ্যমে ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা করেছেন এক গ্রাহক। ঢাকার কদমতলী থানাধীন পূর্ব ধোলাইপাড়ের বাসিন্দা মো.মুজাহিদুর রহমান নামের এক গ্রাহক আজ বুধবার এ মামলা করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ধানমন্ডি থানাকে বাদীর অভিযোগ এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী ইভ্যালিতে ৮৫ হাজার টাকা মূল্যের দুই টন এসি এবং ২৫ হাজার টাকা মূল্যের একটি কাঠের টি টেবিল অর্ডার করেন। গত বছর ১১ জুলাই এসি বাবদ ৮৫ হাজার এবং ২২ জুলাই টেবিল টেবিলের দুই হাজার টাকা ছাড় বাবদ ২৩ হাজার টাকা পাঠান। পণ্য দুটি ৪৫ দিনের মধ্যে ডেলিভারি করবে বলে প্রতিষ্ঠানটির শর্ত ছিল। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি পণ্য দুটি ডেলিভারি করেনি। এরপর বাদী আসামি রাসেল বরাবর লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার পর প্রতিষ্ঠানটি টেবিলের টাকা ফেরত দেয়। কিন্তু এসির বিষয়ে তারা কোনো সমাধান করেনি।

বাদীর অভিযোগ, আসামিরা তার কাছ থেকে এসি বাবদ ৮৫ হাজার টাকা গ্রহণ করে পণ্য সরবরাহ না করে এবং পরবর্তী সময়ে পাওনা টাকা ফেরত প্রদানে অস্বীকার করে অপরাধ করেছেন।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে রাসেল ও নাসরিনকে র‌্যাব গ্রেপ্তার করেন। এরপর গত ১৭ সেপ্টেম্বর আসামিদের গুলশান থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ২১ সেপ্টেম্বর ধানমন্ডি থানার অপর মামলায় রাসেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে রাসেল রিমান্ডে এবং নাসরিন কারাগারে রয়েছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ