মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ইভ্যালির তথ্য চেয়ে দুদকের চিঠি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ই–কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির তথ্য-উপাত্ত চেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান সংস্থাটির সচিব মু আনোয়ার হোসেন হাওলাদার।

তিনি বলেন, ইভ্যালির বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এই প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তথ্য–উপাত্ত চেয়ে চিঠি দেয়া হয়েছে।

ইভ্যালি নিয়ে শুধু দুদক নয়, অন্য সংস্থাগুলোও কাজ করছে জানিয়ে মু আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘অন্য সংস্থাগুলোর তদন্তের অগ্রগতি, পদক্ষেপগুলো অনুসন্ধানের স্বার্থে দুদক আমলে নেবে ।’

ইভ্যালির মাধ্যমে মানি লন্ডারিং–সংক্রান্ত অপরাধ বা জনগণ বা রাষ্ট্রের অর্থ আত্মসাতের বিষয়টি কতটুকু হয়েছে, তা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান দুদক সচিব।

দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটি ইভ্যালি থেকে প্রথম দফায় কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। আরও তথ্য-উপাত্তের জন্য বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তর (আরজেএসসি) ইত্যাদি সংস্থায় চিঠি পাঠানো হয়েছে। মানি লন্ডারিংয়ের বিষয়ে খোঁজ নিতে দুদক বাংলাদেশ ব্যাংকের কাছে আবার চিঠি পাঠাবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পক্ষে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের ব্যাংক হিসাব তলব করেছে।

এর আগে ইভ্যালি গত ১৯ আগস্ট ইভ্যালি বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে, গত ১৫ জুলাই পর্যন্ত তাদের মোট দায় ৫৪৪ কোটি টাকা। এর মধ্যে ১ কোটি টাকা শেয়ারহোল্ডার হিসেবে কোম্পানির চেয়ারম্যান ও এমডি দিয়েছেন। বাকি ৫৪৩ কোটি টাকা কোম্পানিটির চলতি দায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ