শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ইউক্রেনে থাকা বাংলাদেশিরা যেভাবে ফিরতে পারবে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ইউক্রেন থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ইউক্রেনে থাকা বাংলাদেশিরা ভালো আছেন। দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের কাছে যতটুকু খবর আছে প্রায় ৫০০ জন বাংলাদেশি সেখানে (ইউক্রেনে) অবস্থান করছেন। এর মধ্যে প্রায় ২৫০ জন নিয়ে ইতিমধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। তাঁদের সঙ্গে আমাদের পোল্যান্ড মিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।’

কীভাবে তাদের প্রত্যাবাসন করা হবে, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত পর্যন্ত বাংলাদেশিদের নিজস্ব ব্যবস্থাপনায় আসতে হবে। পোল্যান্ডে বেশ কয়েকটি জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেখান থেকে বিশেষ বিমান পাঠিয়ে তাঁদের আনা যায় কি না, সেটি আমরা আলোচনা করছি।’

পোল্যান্ডের ভিসার বিষয়ে শাহরিয়ার আলম বলেন, ‘ইতিমধ্যে আমরা পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। যেসব বাংলাদেশি প্রবেশ করবেন, তাঁদের যেন অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হয়। এ কাজে সহায়তা করার জন্য ইতালি ও জার্মানির বাংলাদেশ দূতাবাস থেকে কূটনীতিকদের পোল্যান্ডে পাঠানো হয়েছে।’

ইউক্রেন পরিস্থিতির কারণে বাংলাদেশে অর্থনীতির প্রভাব কী জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, এখনই মন্তব্য করার সময় আসেনি। তবে এর কারণে জ্বালানিসহ অন্যান্য পণ্যের দাম বাড়বে। এর প্রভাব শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের ওপরও পড়বে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে। এর ওপর কোনো প্রভাব পড়বে কি না, জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, এর বাস্তবায়ন অনেক দূর এগিয়ে গেছে। এতে এর কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ