রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আর্জেন্টিনার ম্যাচে দর্শকের রেকর্ড

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচ একটি রেকর্ড গড়েছে। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

আর সেই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি দর্শকের উপস্থিতি হয়।

বার্তা সংস্থা এপির তথ্যমতে, কাতারের লুসাইল স্টেডিয়ামে ৮৮ হাজার ৯৬৬ দর্শকদের সামনে খেলেছে মেক্সিকো-আর্জেন্টিনা। যেখানে মেসির দল জিতেছে ২-০ গোলে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচটি ছিল দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় মেক্সিকোর বিপক্ষে মেসির ম্যাচটি ছিল বাঁচা-মরার। সেই ম্যাচ উপভোগ করতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছিল লুসাইল স্টেডিয়ামে।

দোহার উত্তরে অবস্থিত এই লুসাইল স্টেডিয়ামেই আগামী ১৮ ডিসেম্বর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালের ফাইনালের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক দেখবে এবারের ফাইনাল। এর আগে ১৯৫০ সালে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের ভেতরে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ