বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আবুল মাল আবদুল মুহিত হাসপাতালে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন। করোনা পরবর্তী জটিলতায় আক্রান্ত মুহিতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শনিবার হাসপাতালে নেয়া হয়।

আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এ এস এ মুইজ সুজন বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আবুল মাল আবদুল মুহিতকে হাসপাতালে নেওয়া হয়। কারণ, তিনি মুখে কোনো খাবার খেতে পারছিলেন না।

আবুল মাল আবদুল মুহিতের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

গত বছরের ২৫ জুলাই আবুল মাল আবদুল মুহিতের করোনা শনাক্ত হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য ২৯ জুলাই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। গত বছরের ১৪ আগস্ট তার করোনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে। ১৮ আগস্ট তিনি সিএমএইচ থেকে তার ঢাকার বনানীর বাসায় ফেরেন।

আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের দুই আমলে টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত মোট ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টিই আওয়ামী লীগ সরকার আমলের।

আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য। তার আরেক ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন আবুল মাল আবদুল মুহিত। গত ২৫ জানুয়ারি ছিল তার ৮৮তম জন্মদিন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ