মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আবার জিডি করলেন নিপুণ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চিত্রনায়িকা নিপুণ আক্তার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রকাশ্যে রাস্তায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্যটি নিশ্চিত করেন নায়িকা।
এর আগেও শিল্পী সমিতির নির্বাচন চলাকালীন একটি জিডি করেছিলেন নিপুন।

নিপুণ জানান, সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফুল কেনার জন্য বাসা থেকে বনানী সুপার মার্কেটে যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার সামনে আসে। নিপুণ ভেবেছিলেন, তারা হয়ত সহায়তা চায়। তবে পরক্ষণেই ওই লোকেরা তাকে মামলা থেকে সরে যাওয়ার কথা বলেন এবং না সরলে নিপুণের ক্ষতি হবে বলেও হুমকি দেয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বনানী থানায় জিডি করেন নিপুণ। সাংবাদিকদের সামনে জিডির কপি পড়েও শোনান নায়িকা।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে নানা জটিলতা। যেটা সমাধানের প্রক্রিয়া চলছে আদালতে। নিপুণ জানান, দায়িত্ব পালনে তার কোনো বাধা নেই। কেননা তার দায়িত্ব পালনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত। যার ফলে তিনি যে অবস্থায় ছিলেন, সেখানেই থাকছেন। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জায়েদ খান। তবে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনের আপিল বোর্ড জায়েদের প্রার্থীতা বাতিল করে এবং নিপুণকে বিজয়ী ঘোষণা করে।

আপিল বোর্ডের রায় না মেনে আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। সেই আবেদনের বিপরীতে পাল্টা আপিল করেন নিপুণ। আগামী ২২ ফেব্রুয়ারি বিষয়টির পুনরায় শুনানি হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ