শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আফগানে জুমার নামাজে আত্মঘাতি বোমা হামলা, নিহত ৩০

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে খবর দিয়েছে বিবিসি।

ওই খবরে বলা হয়েছে, আত্মঘাতি এ বোমা হামলায় ৩০ জন নিহত হওয়া ছাড়াও অন্তত ৪৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। এছাড়া এপির খবরেও এই হামলার তথ্য প্রকাশ করা হয়েছে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, কান্দাহার প্রদেশের ইমাম বারগাহ মসজিদে এই হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা বাড়তে পারে। হামলার ঘটনায় কেউ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মসজিদটিতে মুসল্লিতে পরিপূর্ণ ছিল। শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের প্রধান দরজায় তিনটি বিস্ফোরণ হয়। হামলার পর ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুলেন্স পৌঁছায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর মসজিদের ভেতরে লাশ পড়ে থাকতে দেখা যায়। আহতদের অন্য মুসল্লিরা সাহায্য করছিল। তালেবান স্পেশাল ফোর্স ঘটনাস্থল নিয়ন্ত্রণে নিয়েছে। তারা স্থানীয়দের বলেছে, হামলায় আহতদের রক্তদান করতে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তালেবান।’

আইএস’র স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী আইএস-কে এই হামলার পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে শুক্রবার জুমার নামাজে শিয়া মসজিদে হামলায় ৫০ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয় ১৫০ জন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ