শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আদালতের আদেশ পাশ কাটিয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে নিপুন

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রোববার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে কেউ বসতে পারবেন না বলে আদেশ দিয়েছিলেন চেম্বার আদালত। বুধবার (৯ ফেব্রুয়ারি) চেম্বার আদালতে শুনানি শেষে এ সিদ্ধান্ত জানান আদালত। রোববারেই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আদালত।

তবে তার আগেই আদালতের আদেশ অমান্য করে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন নায়িকা নিপুন আক্তার। এমনকি টেবিলে লাগিয়েছেন নেমপ্লেটও। ওই নেমপ্লেটে লেখা আছে- নিপুন আক্তার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

এর আগে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুনকে বরণ করে নেয় বিএফডিসির সব সংগঠন। নিপুনকে ফুল দিয়ে বরণ করেন এসব সংগঠনের প্রধানরা। এসময় নিপুনকে মিষ্টিমুখও করান তারা।

এ বিষয়ে এফডিসির সংগঠনগুলো জানায়, তারা সাধারণ সম্পাদক পদে নিপুনকেই গ্রহণ করেছেন। তাই তাকে ফুল দিয়ে বরণ করেছেন এবং মিষ্টি মুখ করিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটির নবনির্বাচিত কমিটি। ফুলেল শ্রদ্ধা শেষে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কোষাধ্যক্ষ আজাদ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কার্যকরী সদস্য ফেরদৌস, জেসমিন। এছাড়াও ছিলেন রিয়াজ ও নিপুণ। তবে এসময় মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত কাউকে দেখা যায়নি।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুনকে বিজয়ী ঘোষণা করে। এরপরই বিষয়টি আদালতে গড়ায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ