রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আজিজ মোহাম্মদের ব্যাংক হিসাব জব্দ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন।
শোবিজ জগতে ‘আজিজ মোহাম্মদ ভাই’ হিসেবে পরিচিত আজিজ মোহাম্মদের মালিকানাধীন এমবি ফার্মাসিউটিক্যালসের কাছে মূল্য সংযোজন কর (মূসক) হিসেবে ২ কোটি ৯ লাখ টাকা না পেয়ে এই পদক্ষেপ নেয়া হয়।
এমবি ফার্মাসিউটিক্যালস ঢাকা দক্ষিণের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন।
এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, পাওনা পরিশোধে এমবি ফার্মাসিউটিক্যালসকে কয়েকবার তাগাদা দিলেও তারা পরিশোধ করেনি। তাই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মালিক হিসেবে আজিজ মোহাম্মদের ব্যাংক একাউন্ট জব্দ করার নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা দক্ষিণের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত কমিশনারেট প্রমীলা সরকার বলেন, “চলতি মাসের ৫ তারিখ আমরা এই চিঠি দিয়েছিলাম। এরপর আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে, এখন এই প্রতিষ্ঠানটি কর্মকর্তারাই পরিচালনা করছেন। কিন্তু আইন অনুযায়ী আমরা মালিকের একাউন্ট জব্দ করার নির্দেশনা পাঠাই।
“এরপর প্রতিষ্ঠানটি তাদের কাছ থেকে পাওনার অনেক টাকাই পরিশোধ করেছে। আর মনে হয় ১ কোটি ২৭ লাখ টাকা পর্যন্ত পাওনা আছে। বাকি টাকাও তারা পরিশোধ করবে বলে আমাদের জানিয়েছে।”
সব টাকা পরিশোধ করলে একাউন্ট সচল করে দেওয়া হবে বলে জানান তিনি।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এমবি ফার্মাসিউটিক্যালসের মালিক আজিজ মোহাম্মদ চলচ্চিত্র প্রযোজক হিসেবেই বেশী পরিচিত। তিনি এমবি ফিল্মসের কর্ণধার।
তবে চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সালমান শাহ হত্যামামলায় জড়িয়ে পড়া আজিজ মোহাম্মদ দীর্ঘদিন ধরে দেশে ফিরছেন না। এছাড়াও শেয়ার কেলেঙ্কারির এক মামলায় ২০১৮ সালে আজিজ মোহাম্মদকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনাল। তার আগ থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন। তার স্ত্রী নওরীন আজিজ দেশে এসে ব্যবসা দেখাশোনা করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ