মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আগস্টে বিজিবির হাতে মাদক-অস্ত্রসহ ১২১ কোটি টাকার চোরাচালান জব্দ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট-২০২১ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১২১ কোটি ৪১ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জব্দ মাদকের মধ্যে রয়েছে ২৬,৩৯,২৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০,১৭৪ বোতল ফেনসিডিল, ১৮,৬৫৭ বোতল বিদেশী মদ, ১,৯৭০ ক্যান বিয়ার, ২,১৬৬ কেজি গাঁজা, ৮ কেজি ৯৬৪ গ্রাম হেরোইন, ২২,৩০৭টি ইনজেকশন, ৬,৭২৪টি ইস্কাফ সিরাপ, ১,০০১ বোতল এমকেডিল-কফিডিল, ৩৫,৪৮৭টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট এবং ১,৭৫,৩৭২টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৫২৩ গ্রাম স্বর্ণ, ৪৫ কেজি রূপা, ৩টি কষ্টি পাথরের মূর্তি ২,২১,১৭৪টি কসমেটিক্স সামগ্রী, ৩,৬৭৪টি ইমিটেশন গহনা, ৪,৩৪৪টি শাড়ী, ৯,১৪৩টি থ্রীপিস-শার্টপিস, ২৬৭ মিটার থান কাপড়, ৩৬০টি তৈরী পোশাক, ২,৫০৪ ঘনফুট কাঠ, ২,০৮০ কেজি চা পাতা, ১৮,২৬০ কেজি কয়লা, ১৭টি ট্রাক-কাভার্ডভ্যান, ৭টি প্রাইভেটকার-মাইক্রোবাস, ১১টি পিকআপ, ৬৮টি সিএনজি-ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ১৩৬টি মোটর সাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি পিস্তল, ১২টি বিভিন্ন প্রকার গান, ২টি ৪০ মিঃমিঃ মর্টার বোম্ব, ৩টি ৬০ মিঃমিঃ মর্টার বোম্ব, ১টি ম্যাগাজিন এবং ২৮ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৬৭ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৯২ জন বাংলাদেশী নাগরিক ও ১৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ