শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

খালেদার বিদেশে যাওয়ার আইনগত সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আইনগত কোনো সুযোগ নেই বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার এসেছিলেন। তিনি একটি চিঠি দিয়েছেন। সঙ্গত কারণে আইনসম্মত হয় কি না আমরা জানিয়েছি, আইনমন্ত্রী তার মতামত দিয়েছেন। সেই মতামত আমরা স্টাডি করছি। যদি প্রয়োজন মনে করি, আরও অধিকতর জায়গায় যদি প্রয়োজন হয় আমরা পরামর্শ নেব। এখন আমরা স্টাডি করে দেখছি, এটা নিয়ে আমাদের আরও কথা বলতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনমন্ত্রী যেভাবে লিখেছেন-জানিয়েছেন আইনগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান নিশ্চয়ই আপনারা বুঝেছেন। আমরা এখন বসে আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, মানবিক দিক বিবেচনা করেই আমরা ওই ব্যবস্থা নিয়েছি। তিনি (খালেদা জিয়া) একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং তার দণ্ড কার্যকর হচ্ছিল। তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা আমরা দিচ্ছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি চিকিৎসা গ্রহণ করছিলেন। তারপরও তার ছোট ভাই আবেদন করায় আমরা তাকে অধিকতর সুযোগ দেওয়ার জন্য মানবিক কারণে তার চিকিৎসা যাতে আরও সুন্দর হয় সে জন্য প্রধানমন্ত্রী মানবিক কারণে দণ্ডাদেশ স্থগিত করে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো জায়গায় তিনি তার প্রয়োজন মতো চিকিৎসা নিতে পারবেন এ ধরনের নির্দেশনা ছিল। এখন তার ছোট ভাই আবার বলছেন তাকে বিদেশে নিয়ে যাবেন। এই ব্যাপারে আইনমন্ত্রীর মতামত এসেছে আইনে এর কোনো সুযোগ নেই।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ