মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আইএমএফের কঠিন শর্ত মেনে নেবো না: ওবায়দুল কাদের

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠিন শর্ত মেনে নেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আইএমএফের কোনো শর্ত মানলে যদি দেশের কোনো ক্ষতি হয়, তাহলে কোনোভাবেই তা মানা হবে না। আমাদের প্রয়োজনে আমরা ঋণ নেবো। কঠিন শর্ত মেনে নেবো না। যেটা যৌক্তিক সেটাই হবে।

তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। এ মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেবো, তবে কঠিন শর্তে নয়, যোগ করেন মন্ত্রী।

দেশ থেকে যে সমস্ত টাকা পাচার হয়েছে, সেগুলো উদ্ধারের জন্য সরকার কী করছে-জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার খোঁজখবর নিচ্ছে এবং খতিয়ে দেখছে, যেটা বলা হচ্ছে, সেটা কতটা সত্য, পাচার করলে কোথায় করা হয়েছে, খোঁজখবর নিয়েই বলা যাবে আসল কথা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ