শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

অ্যাপভিত্তিক বাইক চালকদের ‘স্বেচ্ছা কর্মবিরতি’ আজ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

মাত্রাতিরিক্ত কমিশন ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগসহ নানা দাবিতে ‘স্বেচ্ছা কর্মবিরতি’র ডাক দিয়েছে অ্যাপভিত্তিক মোটরসাইকেল চালকদের সংগঠন ড্রাইভারস ইউনিয়ন অফ বাংলাদেশ (ডিআরডিইউ)।

আজ মঙ্গলবার দিনব্যাপী রাইড শেয়ারিং অ্যাপ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। পাশাপাশি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে তারা।

সোমবার অ্যাপে যাত্রী বহন করা এক বাইকার তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়ার কয়েক ঘণ্টা পর এই কর্মসূচির ডাক দেয়া হলো।

সকালে রাজধানীর গুলশান বাড্ডা লিংক রোডে সেই বাইকটিতে আগুন দেয়া হয়। সেই বাইকারের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা হয় আর ট্রাফিক সার্জেন্ট নতুন করে আরও একটি মামলার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই সেই বাইকার ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ডিআরডিইউর সাধারণ সম্পাদক বেলাল আহমেদ ক্র্যাবনিউজকে বলেন, ‘চালকদের ছয়টি দাবি আগে থেকেই ছিল। কিন্তু পুলিশের হয়রানির কারণে একজন বাইক রাইডারের মোটরসাইকেল পুড়িয়ে ফেলার কারণে সব চালক এর প্রতিবাদ জানাতে একমত হয়েছেন।

‘শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অন্য দাবিগুলো আদায়ের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।

বছর চারেক ধরে রাজধানীতে অ্যাপভিত্তিক পরিবহন সেবা জনপ্রিয় হয়েছে। ২০১৫ সালে স্যাম নামে একটি অ্যাপভিত্তিক বাইক সেবা চালু হলেও বিষয়টি জনপ্রিয় হয় ২০১৭ সালে। ওই বছর আন্তর্জাতিক সেবা উবার চালু হয় দেশে। শুরুতে তারা প্রাইভেট কার ভাড়ার সেবা নিয়ে এলেও পরে আসে বাইক সেবায়ও।

পাশাপাশি পাঠাও, সহজ, ওভাইসহ অনেকগুলো সেবা চালু হয়। তবে এখন পাঠাও ও উবারের বাইক ও গাড়িই বেশি চলে।

অ্যাপে ভাড়া নেয়া সুবিধাজনক হলেও চালকদের মধ্যে কমিশনের বিষয়ে আপত্তি আছে। যত টাকা ভাড়া আসে, তার ২৫ শতাংশই উবারকে কমিশন হিসেবে দিয়ে দিতে হয়। এ নিয়ে তাদের আপত্তি গায়ে মাখেনি কোম্পানিটি। তবে পাঠাওয়ে কমিশন তুলনামূলক কম।

মোটরসাইকেলে বাইকারের আগুন দেয়ার ঘটনায় এই বিষয়টিও সামনে আনছেন চালকরা।

বেলাল আহমেদ বলেন, ‘আমরা দিনভর ট্রিপ দিয়ে কষ্ট করে যে টাকা পাই, তার শতকরা ২৫ ভাগ অ্যাপকে দিয়ে দিতে হয়। ১০০ টাকার ২৫ টাকা তাদের দিয়ে খরচের পর আমাদের নিজেদের জন্য কিছুই থাকে না। এটা তো জুলুম। তাই আমাদের দাবি ১০ শতাংশ করা হোক।‘

পুলিশ অকারণে হয়রানি করে অভিযোগ এনে তিনি বলেন, ‘গাড়ি কোথাও ব্রেক করলে সেখানেই ধরে ফেলে ট্রাফিক পুলিশ মামলা দেয়। সরকার আমাদের জায়গা নির্ধারণ করে দিক। তাহলে আমরা যেখানে-সেখানে দাঁড়াব না।’
কর্মসূচি সম্পর্কে বেলাল বলেন, ‘মঙ্গলবার দিনব্যাপী আমরা অ্যাপে লগইন করব না। এতে করে অ্যাপ কোম্পানিরা বুঝবে আমরা ছাড়া তারা অচল। সে জন্য যাত্রীদেরও আমরা অনুরোধ করব তারাও যেন আগামীকাল সারা দিন কোনো অ্যাপ ব্যবহার না করেন।

‘পাশাপাশি সকালে আমরা প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করব।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ