মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

অমিক্রন যেনো ছড়িয়ে পড়তে না পারে

spot_img
spot_img
spot_img

সম্পাদকীয়

উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন ধরণ ‘অমিক্রন’, যা ডেলটা ধরণের চেয়েও ভয়ঙ্কর- বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই করোনার এই ধরণ প্রতিবেশী দেশ ভারতসহ কমপক্ষে ৩৫টি দেশে ছড়িয়ে পড়ার খবর প্রকাশ হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। মরণঘাতি অমিক্রন টিকা নেয়াদেরও আক্রমণ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা গ্রহণে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, অমিক্রন তা ভেঙে ফেলতে সক্ষম।

আজ রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেছেন, অমিক্রন মোকাবেলায় সরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ খবর ক্র্যাবনিউজবিডি ডটকম- এ প্রকাশ হয়েছে। মন্ত্রী প্রবাস থেকে ফেরাদের ১৪ দিনের কোয়ারান্টাইনে রাখাসহ বেশকিছু নির্দেশনার কথাও বলেছেন। সকলের যেমন এসব নির্দেশনা মেনে চলা উচিত, তেমনি সরকারেরও উচিত সকল সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে নিশ্ছিদ্র মোকাবেলা প্রস্তুতি গ্রহণ জরুরি। এখনও সময় রয়েছে- প্রস্তুতি ঝালাই করে নেয়ার।

বাংলাদেশে এখনও করোনার এই ধরণ শনাক্ত হয়নি- যাকে সুখবরই বলতে হবে- তবে তা এ দেশের মানুষের জন্য সুখবর। অমিক্রন মোকাবেলার যে ছক সরকার তৈরি করেছে, বা যে প্রস্তুতি সরকার গ্রহণ করেছে- তা যেনো শেষ পর্যন্ত সুখবরই থাকে।

ইতিমধ্যেই অমিক্রন জার্মানি, নরওয়ে, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, আয়ারল্যান্ড, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, সুইডেন, সুইজারল্যান্ডে এ ধরন শনাক্ত হয়েছে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত ২৭টি দেশের মধ্যে ১৫টিতে ছড়িয়েছে এই ধরন। এ ছাড়া এই অঞ্চলের দেশ যুক্তরাজ্যে অমিক্রন শনাক্ত হয়েছে।

এছাড়া ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বতসোয়ানা, ঘানা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, হংকং, ইসরায়েল, জাপান, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়ায়ও ছড়িয়ে পড়েছে অমিক্রন। সুতারং বাংলাদেশে ঢোকার আগেই এর প্রবেশদ্বার রুদ্ধ করা জরুরি। আর এই প্রবেশ বন্ধ করার সুপদ্ধতি সরকারের অমিক্রন মোকাবেলার কৌশলে গুরুত্ব পাওয়াটাও অতীব জরুরি। অমিক্রন মোকাবেলায়ও বাংলাদেশ সফল হোক, প্রশংসা কুড়াক গোটা বিশ্বের।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ