বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

অনুপস্থিতিই প্রমাণ করে ইসির সংলাপে আগ্রহ নেই: ফখরুল

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনুপস্থিতিই প্রমাণ করে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে বিশিষ্টজনদের কোনো আগ্রহ নেই। বর্তমান ইসির অধীনে কোনো সংলাপ কিংবা নির্বাচনে অংশ নেবে না বিএনপি বলেও জানান তিনি।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে জিয়া পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় আবারও নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানান তিনি। নিত্যপণ্যের দাম বৃদ্ধির মধ্যে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। এদিকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বেলা ১১টার দিকে এ বৈঠকটি শুরু হয়। এ সংলাপে ৩৯ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও অংশগ্রহণ করেন ১৭ জন। সংলাপ শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করবে কমিশন। আগামী ৩০ মার্চ সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন সিইসি।

এর আগে গত ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করে আউয়াল কমিশন। ওই সময়েও অনেকেই ইসির বৈঠকে অনুপস্থিত ছিলেন। যা নিয়ে পরে আলোচনা-সমালোচনা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ