শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

অনিয়মের অভিযোগে কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলীকে বদলী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামকে বদলী করা হয়েছে। সোমবার পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন-২) প্রদীপ কুমার বসাক স্বাক্ষরিত আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

জানা গেছে, নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান কুড়িগ্রামে তিস্তা ও ধরলার ভাঙনরোধে পাউবোর প্রকল্পের ঠিকাদার নিয়োগে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তিনি প্রকল্পের গোপননথি পছন্দের ঠিকাদারের হাতে তুলে দেন। নির্দিষ্ট হারে কমিশন নিয়ে ঠিকাদারি কাজ বিলি বন্টন করেন। ঠিকাদারি কাজে অনিয়মের কারনে কুড়িগ্রামে নদী ভাঙ্গন মারাত্মক রূপ ধারণ করে। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। নদী ভাঙ্গন নিয়ে গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়। সেগুলো আমলে নিয়ে তদন্ত করে সত্যতা পাওয়ার পর আরিফুল ইসলামকে তাৎক্ষনিকভাবে বদলী করে পাউবোর কন্ট্রাক্ট অ্যান্ড প্রকিউরমেন্ট সেলে বদলী করা হয়ছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ