শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

স্কলাস্টিকা স্কুল কর্মকর্তার মরদেহ উদ্ধার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহবাগের পরীবাগে নয়তলা দুটি ভবনের মাঝখানের অব্যবহৃত স্থান থেকে ইংরেজী মাধ্যম স্কুল স্কলাস্টিকার এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইভানা লায়লা চৌধুরী (৩২)। তিনি স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর পদে চাকরি করছিলেন বলে পুলিশ জানায়।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। তিনি ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসানের স্ত্রী।

লাশ উদ্ধারকারী শাহবাগ থানার এসআই আব্বাস জানান, ‘৯৯৯ এ ফোন পেয়ে আমরা ওই শিক্ষিকার লাশ উদ্ধার করি।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার বলেন, ‘ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে ওই নারীকে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়তে দেখেছি। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসআই বলেন, ওই শিক্ষিকাকে দুপুর ১২টা থেকে পাওয়া যাচ্ছিলো না।

পুলিশ জানায়, দুই ভবনের মাঝখানে ওই শিক্ষিকাকে নিথর অবস্থায় দেখতে পেয়ে লোকজন ট্রিপল নাইনে (৯৯৯) ফোন করেন।

পরিবারের লোকজনের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ওই শিক্ষিকা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাদের ধারনা তিনি ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

বনানীর আমান উল্লাহ চৌধুরীর মেয়ে ইভানা লায়লা চৌধুরী স্বামী ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ হাসানের সাথে পরীবাগ হাবিবুল্লাহ রোডের (সাকুরা গলি) নয় তলা ভবনের ৫ম তলায় থাকতেন। তাদের দুই ছেলে রয়েছে।

পুলিশ জানায়, পুরো বিষয়টি তদন্তপূর্বক ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ