সোমবার | ২৩ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

২৭ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
এক কোটি ১৩ লক্ষ শলাকা সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। গোপন সংবাদের ভিত্তিতে এগুলো জব্দ করা হয়। যার মধ্য দিয়ে ২৭ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টাকেক রুখে দিয়েছেন কাস্টম কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল এন্ড কেমিক্যাল ফাইবার ইন্ডাস্ট্রি লি. চীন থেকে কাপড় ও কাপড়ের সরঞ্জাম ঘোষণায় বন্ড সুবিধার আওতায় দুই কন্টেইনার পণ্য আমদানি করে।

১১ সেপ্টেম্বর চীনের সাংহাই বন্দর থেকে সংশ্লিষ্ট পণ্যবাহী কন্টেইনার দুটি চট্টগ্রাম বন্দরে আসলে পণ্য খালাসের লক্ষ্যে আমদানিকারক মনোনীত সিএন্ডএফ এজেন্ট- আলমগীর এন্ড সন্স লিঃ পণ্য খালাসের প্রক্রিয়া শুরু করে। কিন্তু ওই পণ্যচালানের বিষয়ে গোপন সংবাদ থাকায় চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা তা আটক করে। পরে ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ভিতরে সিন্ডএফ এজেন্টের প্রতিনিধি, বন্দর নিরাপত্তা কর্মকর্তা ও অন্যান্য সংস্থার সদস্য ও প্রতিনিধিগণের উপস্থিতিতে এআইআর শাখার কর্মকর্তাগণ পণ্যচালানটির শতভাগ কায়িক পরীক্ষা করেন।

পরীক্ষাকালে কাভার্ড ভ্যান থেকে সব পণ্য বের করে আনার পর দেখা যায়, ৫৬৫ টি কার্টনের প্রতিটিতে সিগারেটের দুইটি ইনার কার্টন রয়েছে। এতে বিদেশী ৩টি ব্যান্ডের মোট ১ কোটি ১৩ লক্ষ শলাকা সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক আমদানি মূল্য সাড়ে ৭ কোটি টাকা।

কাস্টম কর্মকর্তারা জানান, পণ্যচালানটিতে শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য ও উচ্চ শুল্কের পণ্য সিগারেট আমদানি করে আনুমানিক প্রায় ২৭ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ